পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিমি টেনে নিয়ে গেলেন চালক

1739983792 c9b68ae92001dcf7a556bd08b2fe1a8c

গাজীপুরের শ্রীপুরে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এক অটোরিকশা চালক। বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে এক পুলিশ সদস্যকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে যান তিনি।

ঘটনার সূত্রপাত হয় যখন মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাস নিয়মিত অভিযানের অংশ হিসেবে এক অটোরিকশাকে থামানোর সংকেত দেন। অটোরিকশা থামার পর চাবি নেওয়ার চেষ্টা করলে চালক হঠাৎ করে গাড়ি চালিয়ে দেন। কনস্টেবল কমল দাস অটোরিকশায় ওঠার চেষ্টা করলেও চালক গাড়ির গতি আরও বাড়িয়ে দেন এবং তাকে ঝুলিয়ে নিয়ে যান। একপর্যায়ে মহাসড়কে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা এক পুলিশ সদস্য অটোরিকশার রড ধরে ঝুলে আছেন, আর পেছনের যাত্রীরা চালককে থামানোর অনুরোধ করছেন। তবে চালক কোনোভাবেই গাড়ি থামাননি। অবশেষে এক স্থানে পৌঁছালে যানজটের কারণে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা চালককে আটক করেন।

আটক চালকের নাম জনি আহমেদ (২৪), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *