নওগাঁয় দেশীয় তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে

নওগাঁ পোশাক প্রতারণা

নওগাঁ পোশাক প্রতারণা

নওগাঁয় দেশীয় তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে

নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় দুইটি প্রতিষ্ঠান দেশীয় তৈরি পোশাককে ভারতীয় বলে প্রচার করে অতিরিক্ত দামে বিক্রি করছিল। এই প্রতারণার দায়ে ‘আসমান বিগ বাজার’ ও ‘শিলামণি গার্মেন্টস’ নামের প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নওগাঁ পোশাক প্রতারণা

প্রতারণার কৌশল

প্রতিষ্ঠান দুটি দেশীয় তৈরি পোশাককে ভারতীয় বলে দাবি করে বেশি দামে বিক্রি করছিল। ক্রেতারা ভারতীয় পো শা ক মনে করে বেশি দামে এসব পোশাক কিনছিলেন। তবে, দোকান মালিকরা ভারত থেকে পো শা ক আমদানির কোনো ক্রয় রশিদ দেখাতে পারেননি।

অভিযানের সময় কী ঘটেছিল?

অভিযান চলাকালে প্রতিষ্ঠান দুটির মালিকরা কারচুপির বিষয়টি স্বীকার করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার দায়ে জরিমানা করে।

নওগাঁ পোশাক প্রতারণা

প্রশাসনের হুঁশিয়ারি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদেরও পরামর্শ দেওয়া হয়েছে যে, কোনো পো শা ক কেনার আগে সেটি আসলেই আমদানি করা কি না, তা যাচাই করে নিতে হবে।

সমাপ্তি

দেশের বাজারে এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ রোধে প্রশাসন সক্রিয় রয়েছে। জনগণের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব হবে।