নিক ক্লেগ: যুক্তরাষ্ট্রে ফেইসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ও ইউরোপে প্রযোজ্য হবে না
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, যুক্তরাষ্ট্রে ফেইসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোতে প্রযোজ্য হবে না। তিনি আরও জানান, ফেইসবুক বাংলাদেশে তাদের ডিজিটাল যাচাই কার্যক্রম সম্প্রসারণ করবে।
এ বিষয়ে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে, মেটার নিক ক্লেগের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে ফেইসবুকের মাধ্যমে ‘ভুয়া তথ্য ও গুজব’ ছড়ানো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইউনূস তার বক্তব্যে বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি ও রাজনীতিবিদরা তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার লুট করেছেন। এখন এসব ব্যক্তিরা তাদের সম্পদ ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
নিক ক্লেগ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেইসবুক এখানে তথ্য যাচাই এবং ডিজিটাল যাচাই কার্যক্রম চালিয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ফেইসবুকের তথ্য যাচাই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশে প্রযোজ্য হবে না। বরং, ফেইসবুক বাংলাদেশে তাদের ডিজিটাল যাচাই কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে, তারা ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য যাচাইয়ের একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে, যা উইকিপিডিয়ার মত কাজ করবে।
বৈঠকে নিক ক্লেগ মেটার পক্ষ থেকে বাংলাদেশে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেন, “আমাদের এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।”
এছাড়াও, মেটার নতুন ওপেন সোর্সড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এআই), এলআইএএমএ, বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন ক্লেগ। তিনি বলেন, “এটি স্বাস্থ্যসেবা, কৃষি এবং শিক্ষায় বিপ্লব ঘটাতে সক্ষম।”
অধ্যাপক ইউনূস এলআইএএমএ-এর ওপর এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যা বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগের সৃষ্টি করবে বলে তার বিশ্বাস।