বিয়ে করে মজায় আছেন শিরিন শিলা
২৬ এপ্রিল ২০২৫
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা এখন জীবনের সেরা সময় কাটাচ্ছেন।
গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে
আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন এই তারকা।
বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর বিয়ে
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিরিন শিলা জানিয়েছেন,
তাদের পরিচয় হয় এক ঘনিষ্ঠ বান্ধবীর মাধ্যমে।
শিলার বান্ধবী যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতেন,
সেখানেই প্রথম দেখা হয় সাজিলের সঙ্গে।
শিলার কথায়—
“প্রথমে আমাদের অনেক ঝগড়া হতো।
সাজিল খোঁচা মেরে কথা বলত, আবার মানুষকে পচানোরও অভ্যাস ছিল।
আমি এখন ওর এই স্বভাবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।
আগে শুধু সহ্য করতাম, এখন শ্বশুর-শাশুড়ির কাছে বিচার দেই!” — বলে মজার ছলে জানান শিলা।
বিয়ের পরের জীবন
বিয়ের পর নিজেদের জীবন সম্পর্কে শিরিন শিলা বলেন,
“আগে চুরি করে প্রেম করতাম, এখন সবাই জানে আমরা হাজবেন্ড-ওয়াইফ।
কোথাও গেলে লুকাতে হয় না।”
বিয়ের পরের জীবন কেমন চলছে—
এমন প্রশ্নের জবাবে হেসে তিনি বলেন,
“খুবই মজা!”
ভবিষ্যৎ পরিকল্পনা
শিলা জানান, এখন কাজের পাশাপাশি সংসার জীবনও দারুণভাবে উপভোগ করছেন।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন,
“আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমরা সুখী থাকি, এটাই চাই।”