২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমালেও বাংলাদেশের জন্য আগের মতোই আর্থিক সহায়তা রেখেছে ভারত। এবারও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের সমান।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার অষ্টম কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এবারের বাজেটে ভারতের সর্বোচ্চ বৈদেশিক অনুদান বরাদ্দ পেয়েছে ভুটান, যা ২,১৫০ কোটি রুপি। নেপালের জন্য ৭০০ কোটি, মালদ্বীপের জন্য ৬০০ কোটি, মরিশাসের জন্য ৫০০ কোটি, মিয়ানমারের জন্য ৩৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ও আফগানিস্তানের জন্য ১০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এবার বরাদ্দ রাখা হয়েছে ২০,৫১৬ কোটি রুপি, যা আগের বছরের তুলনায় কম।