বাংলাদেশে ঢুকে কৃষকদের পেটালো বিএসএফ

Fulbari 67af43421e7ba copy 696x392 1

বাংলাদেশে ঢুকে কৃষকদের পেটালো বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দবকসী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের ভেতরে প্রবেশ করে পাঁচ কৃষককে মারধর করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ৯৩০ নম্বর সীমান্ত পিলারের কাছে, প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকরা মাঠে ফসলের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৮-১০ জন সদস্য কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের ভেতরে চলে আসে এবং কৃষকদের লাঠিপেটা করে। আতঙ্কে কৃষকরা পালানোর চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভেতরেও প্রবেশ করে।

খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা কাঁটাতারের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি এসে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

One thought on “বাংলাদেশে ঢুকে কৃষকদের পেটালো বিএসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *