আদানি পাওয়ার আগামী দিনে বাংলাদেশে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পূর্ণাঙ্গভাবে চালু করবে। তবে, সরকারের ছাড় ও কর সুবিধার অনুরোধ নাকচ করেছে।
আগামী কয়েক দিনের মধ্যে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোদমে চালু করতে যাচ্ছে। গত তিন মাস ধরে আংশিক সরবরাহের পর এবার সম্পূর্ণ বিদ্যুৎ আসবে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও বাংলাদেশ সরকারের ছাড় ও কর সুবিধার অনুরোধ নাকচ করেছে আদানি পাওয়ার।
বৈদেশিক মুদ্রার সংকটে ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়েছিল। তবে গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা মাথায় রেখে আবারও সম্পূর্ণ সরবরাহ শুরু হচ্ছে। বিপিডিবির অনুরোধে সিদ্ধান্ত হলেও ছাড়ের বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
বিপিডিবির চেয়ারম্যান এ বিষয়ে মন্তব্য না করলেও জানিয়েছেন, বড় কোনো সমস্যা নেই এবং শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।