বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
Check Out Our Facebook >> Click Here
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যদি আন্তরিকতা, সততা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে তা সমাজ ও সাধারণ মানুষের উপকারে আসবে। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
ইফতার মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখা।
এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।
নওগাঁ জেলা পুলিশের অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার, এক চোর আটক
2 thoughts on “বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত”