Naogaon
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
Check Out Our Facebook >> Click Here
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যদি আন্তরিকতা, সততা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে তা সমাজ ও সাধারণ মানুষের উপকারে আসবে। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
ইফতার মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখা।
এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।
https://ngn-news.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81/
