পদত্যাগের পর সম্পদের হিসাব প্রকাশ করলেন নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর সম্পদের হিসাব প্রকাশ করলেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাত ১০টার দিকে তিনি নিজেই এ তথ্য জনসাধারণের সামনে তুলে ধরেন।পদত্যাগের পর সম্পদের হিসাব প্রকাশ করলেন নাহিদ ইসলাম
ফেসবুক পোস্টে তিনি জানান, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তবে ২১ আগস্ট ২০২৪ সালে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সম্মানী গ্রহণের জন্য। এরপর থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই অ্যাকাউন্টে মোট ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশ ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশ আটাশি) টাকা উত্তোলন করা হয়েছে।
পরিবারের সম্পদের বিষয়ে নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানান, তার স্ত্রী, মা-বাবা বা পরিবারের অন্য কোনো সদস্যের নামে বাংলাদেশে কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই, এমনকি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তারা কোনো সম্পত্তিও কেনেননি।
এছাড়া, নিজের একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাদের সম্পদের হিসাবও তিনি খোলাসা করেন। ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশে মাত্র ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে এবং তারও ব্যক্তিগত বা পারিবারিক নামে নতুন কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।
নাহিদ ইসলাম তার পোস্টে আরও জানান, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী যে কেউ এই হিসাব যাচাই করতে পারে। তার দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে তিনি নিজের সোনালী ব্যাংকের স্টেটমেন্টও সংযুক্ত করেছেন।
তার এই পদক্ষেপকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, অনেকে বলছেন, এটি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতার নতুন নজির স্থাপন করবে।