বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পরপর তিনটি মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী, জামছড়ি, ও দোছড়ি সীমান্তে এই দুর্ঘটনাগুলো ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আলী হোসেন, আরিফ উল্লাহ, ও মো. রাসেল। এর মধ্যে আলী হোসেনের একটি পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে আশারতলী সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে মাইন বিস্ফোরণে প্রথম আহত হন আলী হোসেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জামছড়ি সীমান্তে আরেকটি মাইন বিস্ফোরণে আহত হন আরিফ উল্লাহ। একই সময়ে দোছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাসেল।
সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থানীয়দের চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।