ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি, জানালেন অসহায়ত্বের কথা!

NGN NEWS 14

ঢালিউড অভিনেত্রী পরীমণি ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে প্রায়ই অসহায় বোধ করেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। তবে জেগে থাকা সত্ত্বেও পরীমণি ভূমিকম্প টের পাননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মধ্যরাতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি জানান, ভার্টিগোর কারণে তিনি সারাক্ষণই চারপাশে নড়াচড়ার অনুভূতি পান, যা তাকে ভূমিকম্পের বাস্তবতা বুঝতে দেয় না। স্ট্যাটাসে পরীমণি লেখেন, “আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।”

ngn news 13

ভার্টিগোকে বাংলায় বলা হয় ‘ঘূর্ণিরোগ’। এটি এমন একটি অসুস্থতা, যেখানে রোগী সবসময় মনে করেন তার চারপাশ বা নিজের শরীর নড়ছে বা ঘুরছে। মস্তিষ্ক বা কানের সমস্যার কারণে এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মাথা ঘোরা, বমি ভাব, শারীরিক দুর্বলতা, কানে শো শো শব্দ শোনা এবং হাঁটতে সমস্যা হয়।

অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, ভার্টিগোর সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ প্রয়োজন। পরীমণিও এ সমস্যার কারণে প্রায়ই চিকিৎসা নিতে হাসপাতালে যেতে বাধ্য হন।

অভিনেত্রী তার অসুস্থতার অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, ভার্টিগো তার দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে, যা তার ভক্তদেরও বিষণ্ণ করে তুলেছে।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *