বাংলাদেশ

মধ্যরাতে তরুণীকে নিয়ে রাবি ক্যাম্পাসে আড্ডা, ধাওয়া খেয়ে প্রাণ গেল কলেজছাত্রের

Published

on

ধাওয়া খেয়ে প্রাণ গেল কলেজছাত্রের

মধ্যরাতে তরুণীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে আড্ডা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন রাজশাহী কলেজের ছাত্র শিমুল শিহাব। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিমুল তার মোটরসাইকেল নিয়ে প্রক্টরিয়াল বডির টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নির্মাণাধীন সড়কে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

 

Ngn Nesws

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, “রাত ১০টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে আড্ডা দিচ্ছিলেন এক তরুণ ও তরুণী। আমাদের টহল দল তাদের দিকে এগোলে তারা পালানোর চেষ্টা করেন। দ্রুতগতিতে বাইক চালানোর সময় দুর্ঘটনা ঘটে।”

এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, নির্মাণাধীন সড়কগুলো দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

 

See Related Video>>

মধ্যরাতে তরুণীকে নিয়ে রাবি ক্যাম্পাসে আড্ডা 

Read More>>> 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version