মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঘন কুয়াশার কারণে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এর পরপরই ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনায় তিনটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালকের সহকারীসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাটি ঘন কুয়াশার কারণে ঘটেছে। আহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালকের সহকারী গুরুতর অবস্থায় রয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছে এবং জব্দ করা গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে।