মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার

মে দিবসে র‍্যালি

মে দিবসে র‍্যালি

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখযোগ্য বিষয় হলো, তীব্র রোদে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে প্রেস ক্লাবের সদস্যরা শ্রমিকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন। এ সময় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বলেন, “শ্রমিকদের শ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক প্রথম কথার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা সভাপতি : মো: ওমর ফারুক এবং সঞ্চালনায় ও সার্বিক পরিচালনায় ইয়া কাহারুল ইসলাম নয়ন , সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা।

মে দিবসে র‍্যালি

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

 

 

Checkout Facebook>>>

Another Post

Video>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *