শেরপুরে সরকারি বই পাচারের সময় ট্রাকভর্তি বইসহ যুবক আটক

ngn news

শেরপুরে বিক্রির উদ্দেশ্যে সরকারি বই পাচার

Ngn News

গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ায় ধাতিয়া পাড়া এলাকা থেকে একটি ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ছিল ২০২৫ সালের অষ্টম, নবম এবং দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতসহ মোট ৯ হাজার বই। এসব বই কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার ‘রৌমারী সি. জি জামান উচ্চ বিদ্যালয়’ থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় শেরপুর সদর থানা পুলিশ মাইদুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে। শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, এসব বই শেরপুর জেলার বরাদ্দকৃত নয়, অন্য কোন জেলার বই হতে পারে।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, সরকারের দেওয়া বিনামূল্যে বিতরণের বইগুলো পাচার করার একটি চক্র সক্রিয় ছিল। আমরা একজনকে আটক করেছি, এবং অন্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনার ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

See Related Video>>>>

শেরপুরে সরকারি বই পাচারের সময় 

Read More>>>>

2 thoughts on “শেরপুরে সরকারি বই পাচারের সময় ট্রাকভর্তি বইসহ যুবক আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *