সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে পালিত হবে দুই যুব দিবস

আন্তর্জাতিক যুব দিবস' ও 'জাতীয় যুব দিবস

সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে পালিত হবে দুই যুব দিবস

আন্তর্জাতিক যুব দিবস' ও 'জাতীয় যুব দিবস

সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে, এবার থেকে আন্তর্জাতিক যুব দিবস‘জাতীয় যুব দিবস’ একসঙ্গে ১২ আগস্ট তারিখে উদযাপিত হবে।

রোববার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে,

আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী

, প্রতি বছর ১ নভেম্বর উদযাপিত ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট উদযাপিত ‘আন্তর্জাতিক যুব দিবস’ এখন থেকে একত্রে ১২ আগস্ট তারিখে উদযাপিত হবে।

এতে আরও বলা হয়,

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজ নিজ অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর উদযাপনে আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে একই তারিখে পালনের ব্যবস্থা করতে হবে।

এ উদ্দেশ্যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

See More>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *