সরকারের কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে: বিএনপি নেতা আহমেদ আযম খান

সরকারের কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে: বিএনপি নেতা আহমেদ আযম খান

২৬ এপ্রিল ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন,
“সরকারের কর্মকাণ্ড নিয়ে আমাদের মাঝে ও সারাদেশে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।”

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ভোট ও আন্দোলন নিয়ে অভিযোগ

আহমেদ আযম খান বলেন,
“একটি দল স্থানীয় নির্বাচন চায়, অথচ কিছুদিন আগেই তারা বলেছিল, রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করছে।”

তিনি আরও অভিযোগ করেন,
“বিগত ফ্যাসিস্ট সরকার যেমন শুধু উন্নয়নের কথা বলতো, এই সরকারও সংস্কারের কথা বলার পর গণতন্ত্রের কথা বলছে।”


গণতন্ত্র ও আইনের শাসন প্রসঙ্গে মন্তব্য

আহমেদ আযম খান বলেন,
“মানুষের প্রত্যাশা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় বিএনপি এখনো রাজপথে আছে।”


অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ

তিনি অর্থনীতির অবনতির কথা উল্লেখ করে বলেন,

  • “আবারও নিত্যপণ্যের দাম বাড়ছে।”

  • “আন্তর্জাতিক অর্থনৈতিক রেটিং কমছে।”

  • “বিদেশি বিনিয়োগ কমছে।”

  • “দেশীয় বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়।”

তার মতে, বাংলাদেশ আবার অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।


বর্ধিত সভার নেতৃত্ব

উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন—

  • উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর

সভায় আরও বক্তব্য দেন—

  • জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন

  • সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল

  • জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম

  • উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু

  • পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন

  • সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু এবং স্থানীয় নেতৃবৃন্দ।

 

See More>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *