নওগাঁয় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁ জেলার প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে যে প্রস্তুতি গ্রহণ করেছে, তা ইতোমধ্যেই জেলার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জেলার সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল আউয়াল এর সুদক্ষ নেতৃত্বে জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে নিয়মিত। সেই সঙ্গে ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ সাফিউল সারোয়ার এর তত্ত্বাবধানে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বিশেষ করে কোরবানির পশুর হাট, শপিংমল, ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি। ঈদের সময় শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একটি সুপরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ইবনুল আবেদীন নিজ উপজেলা এলাকায় পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্ধারিত স্থানে পশু জবাই, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতামূলক প্রচারণায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূরে আলম সিদ্দিকী ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার এবং অপরাধ দমনমূলক অভিযানে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা প্রশংসনীয় কাজ করে চলেছেন।
এছাড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সম্মানিত কর্মকর্তা জনাব এম এ মান্নান এর সার্বিক গোয়েন্দা নজরদারিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশু চোরাচালান, জাল টাকা ব্যবহার ও কোরবানির হাটে অসাধু চক্রের তৎপরতা প্রতিরোধে তাঁর কার্যকর ভূমিকা বিশেষভাবে চোখে পড়েছে।
জেলার বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের এমন আন্তরিক উদ্যোগের ফলে এবারের ঈদুল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
মোঃ কামরুল হাসান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ বাসীদের ঈদ শুভেছা : মাসুদ হাসান তুহিন
Pingback: বিজ্ঞপ্তি : বদলগাছী মানবকল্যাণ সংস্থা (বিএমএস) l NGN News
skypka zolota b-gold.ru_zrka
April 7, 2025 at 4:29 pm
выгодная скупка золота в москве b-gold.ru https://www.of-md.com/jwe-qs/ .
remont kardana_djmi
April 8, 2025 at 5:43 am
замена заднего кардана замена заднего кардана .
case noi de inchiriat_vqKr
April 8, 2025 at 7:27 am
?nchiriere case corbeanca ?nchiriere case corbeanca .