তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘গেম খেলে আয়’ বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে হাজারো তরুণ-তরুণী অনলাইন জুয়ার ফাঁদে পড়ছেন। বিশেষ করে ‘CK444’ নামের অ্যাপটি ঘিরে দেশে ছড়িয়ে পড়েছে জুয়া সংস্কৃতি। প্রাথমিকভাবে লাভ করলেও অধিকাংশই শেষ পর্যন্ত নিঃস্ব হচ্ছেন। কেউ কেউ কয়েক দিনে আয় করলেও, মাস ঘুরতেই লাখ টাকা হারিয়ে ফেলছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জানলেও কার্যকর কোনো দমননীতি নেই।
ট্রেড লাইসেন্স বাতিল: বিপাকে শত শত রেস্তোরাঁ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এমন সব ভবনের রেস্তোরাঁগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করেছে, যেগুলোর মূল নকশায় রেস্তোরাঁর অনুমোদন নেই। ফলে মালিকরা পড়েছেন দুশ্চিন্তায়—এখন কি বন্ধ হয়ে যাবে ব্যবসা? ডিএসসিসির প্রধান নির্বাহী জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে বন্ধের প্রক্রিয়া শুরু হবে এবং সময়সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনাধীন।
চার মাস ধরে বেতন পাচ্ছেন না ৮৮ হাজার শিক্ষক-কর্মচারী
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে থাকা মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছেন না। মাসিক মাত্র পাঁচ হাজার টাকা বেতনও বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। বেশিরভাগ শিক্ষকই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম।
ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ছে উদ্বেগজনক হারে
বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে জানানো হয়, শুধু মার্চ মাসেই ধর্ষণের শিকার হয়েছেন ১৬৩ নারী ও কন্যাশিশু। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে। বছরজুড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েই চলেছে।
দেশে ক্যানসার শনাক্তে জিন প্রযুক্তির যুগে প্রবেশ
আইসিডিডিআরবি সম্প্রতি ক্যানসার শনাক্তে ‘জিনোম সিকোয়েন্সিং’ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এতে অল্প সময়েই ক্যানসার নির্ণয় ও ওষুধ উপযোগিতা নির্ধারণ করা সম্ভব হচ্ছে। দেশের বাজারে এখন স্থানীয়ভাবে উৎপাদিত ক্যানসারের ওষুধও পাওয়া যাচ্ছে।
সরকারি চাকরি: ২০ দিনে বরখাস্তের বিশেষ বিধান ফিরছে
১৯৭৯ সালের ‘সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ’ আবার কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে ২০ দিনের মধ্যে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুতি এবং তিন ধরনের শাস্তির বিধান রাখা হচ্ছে। আদালতে প্রতিকার চাওয়ার সুযোগও থাকবে না।
তরুণ ভোটারদের টানতে কর্মসূচি বিএনপির তিন সংগঠনের
দেশের এক-তৃতীয়াংশ ভোটার তরুণ। তাই জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আগামী মে মাসে সেমিনার, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনৈতিকভাবে কাছে টানার পরিকল্পনা নিয়েছে।
বজ্রপাতে একদিনেই ঝরে গেল ১৮ প্রাণ

গত সোমবার দেশের ১১ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৮ জনের, যার মধ্যে ৪ জন শিক্ষার্থী। আবহাওয়াবিদরা জানান, জলাভূমি ভরাট, গাছ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রঝড় বেড়েছে। এ পর্যন্ত ১৫ বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩৮৬৭ জনের।
ঈদের পর আবারও খাদ্যপণ্যে অস্থিরতা, বেড়েছে ৫০% পর্যন্ত দাম
রমজানের পর চিকন চাল, মোটা চাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও ডিমের দাম সর্বোচ্চ ৫০% পর্যন্ত বেড়েছে। এর ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে।
ঢাকা ইপিজেডে গ্যাস সরবরাহ বন্ধ, ব্যাহত উৎপাদন
সাভারের ঢাকা ইপিজেডে গ্যাস বিল সংক্রান্ত জটিলতায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় রফতানিমুখী শিল্পকারখানার উৎপাদন কার্যত বন্ধ হয়ে পড়েছে। ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
ব্যাংক খাতে লেনদেন ৫ শতাংশ কমেছে
চলতি অর্থবছরের প্রথম আট মাসে ব্যাংকিং খাতে মোট লেনদেনের পরিমাণ প্রায় ৫% কমে গেছে। এটি অর্থনীতির গতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
৩ লাখ আয় দেখিয়ে ব্যাংকে ৩৪ কোটি টাকা, রয়েছে বাড়ি-ফ্ল্যাটও
ব্যবসায়ী পরিচয় দেওয়া জুনায়েদ ইবনে সিদ্দিকীর বার্ষিক আয় মাত্র ৩-৩.৫ লাখ টাকা দেখানো হলেও, তাঁর ও স্ত্রীর নামে ব্যাংকে পাওয়া গেছে ৩৪ কোটি টাকার লেনদেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব অর্থ এসেছে বিদেশ থেকে আসা মাদকের কাঁচামাল বিক্রি করে। মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
See More>>
Pingback: Republicans Divided Over Trump Administration’s - Ngn News