সার্টিফিকেট হাতে পেয়েই চাকরির ব্যবস্থা চান: জামায়াতে আমির

সার্টিফিকেট হাতে পেয়েই চাকরির ব্যবস্থা চান: জামায়াতে আমির

সার্টিফিকেট হাতে পেয়েই চাকরির ব্যবস্থা চান: জামায়াতে আমির

 | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪২ PM

সার্টিফিকেট হাতে পেয়েই চাকরির ব্যবস্থা চান: জামায়াতে আমির

বাংলাদেশে তরুণদের বেকারত্ব দূর করতে ক্ষমতায় গেলে স্নাতক শেষ করার সঙ্গে সঙ্গেই চাকরির নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “কেউ বেকার হয়ে থাকবে না। এমন একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য

জনসভায় জামায়াতের আমির ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা তাদের অহেতুক উস্কানি দিতে চাই না। তবে প্রতিবেশী দেশকেও আমাদের ওপর এমন কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়, যা দেশের মানুষের জন্য অপমানজনক।”

দেশের অতীত নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি

১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাগুলোর তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান জামায়াতের আমির।

এই প্রতিশ্রুতি এবং দাবিগুলো জামায়াতের নির্বাচনী কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কর্মসংস্থানের এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সম্পর্কিত আরও পড়ুন >>https://ngn-news.com/international-bengali-news/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%96%e0%a6%a8%e0%a6%bf/

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial