গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ভারত বাস্তবতা যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত সম্পর্ক সহজ হবে। তবে সীমান্তে গুলি আর মেনে নেওয়া হবে না। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকী বলেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে রাজি। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ করে ওএমএসের চাল ভর্তুকি মূল্যে দিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। বিদ্যুতের দাম ন্যায়সঙ্গত হয়েছে কি না তা দেখার জন্য কমিটি হয়েছে। কিন্তু সেই কমিটি রিপোর্ট প্রকাশ করছে না। আগের সরকারের মতো আবারও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। সংস্কারের কোনো প্রভাব দেশের মানুষ দেখতে পাচ্ছে না।”
বিক্ষোভ সমাবেশে অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং বর্তমান পরিস্থিতি পরিবর্তনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।