সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, বাংলাদেশ নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে উঠেছে। এখন তারা ভারত এবং ওয়েস্টইন্ডিজের বিপক্ষে খেলবে।
গ্রুপপর্বে ‘ডি’ গ্রুপে ছিল বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্সআপ হয়েছে। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে, যেখানে তারা ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, একই গ্রুপের দলগুলো সুপার সিক্সে একে অপরের মুখোমুখি হবে না। অতএব, বাংলাদেশ ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে, ভারতের এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত, রানার্সআপ শ্রীলঙ্কা। তাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে না। তারা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে।
সেমিফাইনালে যাওয়ার জন্য পয়েন্টের হিসাব হবে। গ্রুপ পর্বের পয়েন্টও যোগ করা হবে, তবে শুধুমাত্র সুপার সিক্সে থাকা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টই বিবেচনায় আসবে। বর্তমানে সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে, রান রেটের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা তিনে রয়েছে।
আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্সের লড়াই। ২৬ জানুয়ারি বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে এবং ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।