২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে

prothomalo bangla 2023 04 10bc5970 e74a 4d86 b4df c6f75f263123 prothomalo bangla 2020 09 62bbee7c 28e0 4abe b10b 0856c1d33a25 4499b667 af50 44c1 a383 b18fddda43aa

সরকার ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। এ বিষয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে একই কারণে আরও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল।

ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালসহ আরও অনেকে।

প্রজ্ঞাপনে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও, ওএসডি করার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে ২০১৮ সালের নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও, সরকারিভাবে এ বিষয়ে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দুদক সূত্র জানিয়েছে, তদন্তে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে। অভিযোগের তালিকায় তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার, র‍্যাব প্রধানসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নামও রয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ২০১৮ সালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ওএসডি হওয়া কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *