৪ বলে নাঈমের ২ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৮ এপ্রিল:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন সকালে কিছুটা চাপে থাকলেও নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। লাঞ্চের পর চার বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অফ স্পিনার।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনার বেনেট ও বেন কারেন দৃঢ় সূচনা এনে দেন। প্রথম উইকেটে দুজনে মিলে ৪১ রান যোগ করেন। তবে তানজিম হাসান সাকিবের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেনেট। ৪১ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।
এরপর দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বল বোল্ড হয়ে ফেরেন ওপেনার বেন কারেন, ৫০ বলে ২১ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে পরিস্থিতি সামাল দেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দুজনে মিলে ৯০ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন। এ সময় নিজের ফিফটি তুলে নেন ওয়েলচ। ১৩১ বল খেলে ৫৪ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
ওয়েলচের বিদায়ের পর উইলিয়ামসের সঙ্গে জুটি গড়েন ক্রেইগ আরভিন। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ বল খেলে মাত্র ৫ রান করে জাকের আলির ক্যাচে পরিণত হন আরভিন। লাঞ্চের পর এই প্রথম ব্রেকথ্রু এনে দেন নাঈম হাসান।
নিজের পরের ওভারে আবার আঘাত হানেন নাঈম। অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ধরা পড়েন সেট ব্যাটার শন উইলিয়ামস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৬৬ বলে ৬৭ রান।
৭২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৭৯ রান। প্রথম সেশন শেষেও যেখানে এগিয়ে ছিল জিম্বাবুয়ে, নাঈমের জোড়া আঘাতে শেষ বিকেলে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ।