মধ্যরাতে লালমনিরহাট সীমান্তে ভারতের কাঁটাতার; রুখে দিল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়, যা বিজিবির বাধার মুখে বন্ধ হয়ে যায়। শনিবার (১ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে বিএসএফ কাজ বন্ধ করে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফ সদস্যরা জিরো লাইনের মাত্র ৩ থেকে ৫ গজ দূরে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে। বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়, ফলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে শনিবার বিকেল সাড়ে ৪টায় সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ও বিএসএফের পক্ষ থেকে বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবি কাঁটাতারের বেড়া নির্মাণের তীব্র প্রতিবাদ জানায় এবং বিএসএফকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বলে।
বিজিবি জানায়, সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফ দাবি করেছে, স্থানীয় গ্রামবাসী ও প্রশাসনের সহায়তায় বেড়া নির্মাণ করা হয়েছে, তবে বিজিবি এই যুক্তি মেনে নেয়নি। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।
আরোও পড়ুন >>
মধ্যরাতে লালমনিরহাট সীমান্তে ভারতের কাঁটাতার; রুখে দিল বিজিবি

Please follow and like us: