রমজান উপলক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতি

রমজান উপলক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতি

 

রমজান উপলক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতি

 

রমজান উপলক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতি

পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার উপলক্ষে ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সম্মতি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।
গতকাল শনিবার থেকে গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এদিকে, ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার ১২ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রথম ধাপের যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়

এর আগে ১৯ জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং ৮ জনের মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়।

দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শেষ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, তারা মার্কিন প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত।

যদিও চুক্তি অনুযায়ী, প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, ইসরায়েল তা বিলম্বিত করে। অবশেষে গত বৃহস্পতিবার ইসরায়েল প্রতিনিধি দল মিসরের কায়রোতে পাঠায়।

তবে জানা গেছে, ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। বরং প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য আলোচনায় এসেছে।

এদিকে, হামাস এই প্রস্তাবের বিরোধিতা করে মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনার ওপর জোর দিচ্ছে।

 

আরোও পড়ুন >>

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial