গাজীপুরে পুরুষশূন্য এলাকা, আতঙ্কে নারীরা |

ngnnews

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকেই শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এই অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। শুধু বয়স্ক নারীরা টিকে আছেন, অন্যরা বাড়িঘর ছেড়েছেন আতঙ্কে।

ngn news

রোববার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনের প্রধান ফটকটি বন্ধ। ফটকের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা কাচ ও কিছু সম্মাননা স্মারক। আশপাশের রাস্তাগুলোয় পড়ে আছে জুতা, জামাকাপড় ও লাঠিসোঁটা—যেন হঠাৎ করেই সবাই এলাকা ছেড়ে পালিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতের ঘটনার পরপরই অধিকাংশ পুরুষ বাড়ি ছেড়েছেন। কেউ মুখ খুলতে রাজি নন, সবার মাঝে আতঙ্ক। এক ভাড়াটিয়া জানান, সেদিন রাতে মসজিদের মাইকে এমপির বাড়িতে ডাকাতির ঘোষণা শুনেছিলেন, কিন্তু ভয়ে ঘটনাস্থলে যাননি।

সরকার ইতোমধ্যে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালু করেছে, যা সারা দেশে পরিচালিত হচ্ছে। শনিবার রাত ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযান শুরু করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসীদের ধরতে এই অভিযান পরিচালিত হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial