দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে মানববন্ধন

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আহত বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
গতকাল সকাল ১১:০০ টায় খানসামা উপজেলার পাকেরহাট বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, গত ১৪ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিরিরবন্দর উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপি নেতারা কারেঙ্গাতলীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। কিন্তু সেখানে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে আহত করে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মোঃ জাহিদ হোসেন, আবু বকর চৌধুরী, সিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা আর না ঘটে।
এদিকে, হামলার ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচিতে হামলা দুঃখজনক এবং এটি মুক্ত মত প্রকাশের পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ঘটনায় তদন্তের দাবি জানানো হয়েছে।
One thought on “দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে মানববন্ধন”