আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননসহ সাতজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ, ১৯ মার্চ, ২০২৫ তারিখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের রিমান্ডের আদেশ দেন। আদালতের এই আদেশটি শুনানি শেষে দেওয়া হয়, যেখানে অন্যদেরও রিমান্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, এই মামলার আসামির মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। তাদের মধ্যে সাদেক খান এবং আনিসুল হককে তিন দিনের রিমান্ড, আবুল হাসানকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে হাজার হাজার জনতার ওপর নির্বিচারে গুলি চালায়, যার ফলে ওবায়দুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহতের স্বজন মো. আলী।
এছাড়া, আনিসুল হকের বিরুদ্ধে অন্য একটি মামলায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার রিমান্ডে তিন দিনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিরুদ্ধে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নামে একজনের গুলিতে নিহত হওয়ার মামলাও দায়ের করা হয়েছে, যেখানে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দিয়ে রিমান্ডের আদেশ দেন।
One thought on “আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে”