বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের গয়ালমারা রাবার বাগান থেকে ২২ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের তুলে নিয়ে যায়। তবে দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় অপহৃতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অপহৃতদের সংখ্যা আরও বেশি হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা সকালে রাবার বাগানে কাজ করতে গেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। অপহরণের পর যৌথবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগেও ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সরই ইউনিয়নে সন্ত্রাসীরা দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করেছিল। পরে যৌথবাহিনীর অভিযানে তারা মুক্তি পায়।
বান্দরবানে এবার ২২ শ্রমিককে অপহরণ
