বরিশালে যুবদল নেতা হত্যা গ্রেপ্তার ২, মূল আসামিরা পলাতক
বরিশাল নগরের কাউনিয়া এলাকায় যুবদল নেতা হত্যায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে, নগর পুলিশের গোয়েন্দা শাখা গৌরনদী উপজেলা থেকে তাঁদের আটক করে। বরিশাল নগর গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাউনিয়া এলাকার মজিবর হাওলাদারের স্ত্রী কণা বেগম (৩৫) ও তাঁর ১৬ বছর বয়সী ছেলে। মূল আসামি শাহীন হাওলাদার ও তাঁর স্ত্রী শাবানা বেগম এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে।
ঘটনার পটভূমি: কেন হত্যা করা হলো বরিশাল যুবদল নেতাকে?
২ মার্চ, রোববার রাত ৮টার দিকে কাউনিয়া শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সুরুজ গাজীর সঙ্গে শাহীন হাওলাদারের বাকবিতণ্ডা হয়। এতে, শাহীনের নেতৃত্বে কয়েকজন সুরুজকে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে গিয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গাজীও আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা শাহীনের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন, সোমবার রাত ১০টার দিকে আবারও শাহীনের বাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সব আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।