Naogaon
নওগাঁয় বর্ষা উৎসব ১৪৩২ উদযাপিত

নওগাঁ সাংস্কৃতিক এক্যের আয়োজনে
গত শনিবার (২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ) বর্ষা উৎসব ১৪৩২ উদযাপিত হয়েছে। প্যারীমোহন সাধারন গ্রন্থাগার, নওগাঁ ৭:৩০ মিনিটে শুরু হয় এই মনোমুগ্ধকর আয়োজন।
ব্যানারে শোভা পেয়েছে আয়োজনের মূল থিম — “মন মোর মেঘের সঙ্গী…”, যা ছিল পুরো অনুষ্ঠানজুড়ে অনুভব করা যায় এমন এক স্নিগ্ধতার প্রতিচ্ছবি। অনুষ্ঠানে বর্ষার গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল দর্শকদের মন জয় করার মতো।
উৎসব প্রাঙ্গণে ছিল কদম ফুল ও বর্ষার বিভিন্ন উপাদানে সাজানো মনোমুগ্ধকর দৃশ্যপট, যা দর্শনার্থীদের মনে এনেছে বর্ষার ছোঁয়া।
উপস্থিত ছিলেন নওগাঁর সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক সংগঠন নওগাঁ সাংস্কৃতিক এক্য জানিয়েছে, বর্ষার রূপ, সুর ও সৌন্দর্যকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।
এই ধরনের উৎসব বর্ষার সৌন্দর্যকে উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে বলেও জানান আয়োজকরা।
