অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
অবৈধ ইটভাটা:নওগাঁর আত্রাইয়ে
অভিযান চালিয়ে ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ও এসবি ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন:
নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমান আবরার এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশ সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ওএসবি ব্রিকসে অভিযান চালানো হয়। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফিকুর রহমান আবরার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইটভাটার চিমনি ও কিলন এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নওগাঁ জেলায় মোট ১৬২টি ইটভাটার মধ্যে মাত্র ২৩টির পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ১৩৯টি ইটভাটার ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এ ধরনের অভিযান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়।
2 thoughts on “নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন”