মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়
বিদায় বললেন ফেসবুকে, মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচে। প্রায় দুই দশকের ক্যারিয়ার, অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকবে। কাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এর আগে, টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন।
বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নয়। রঙিন পোশাকের ক্রিকেট থেকে মুশফিকও অবসর নিয়েছেন। তবে, মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে তার বিদায়ের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে।
ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নামেন। টস জিতে মোহামেডান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান মুশফিক।
ম্যাচ শুরুর আগে মোহামেডানের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে, মাঝখান দিয়ে মুশফিক মাঠে নামেন। জাতীয় দলের কয়েকজন সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও ছিলেন। ওয়ানডেতে বর্ণিল ক্যারিয়ার শেষ করেছেন মুশফিক। ২৭৪টি ম্যাচ খেলে ৭,৭৯৫ রান করেছেন, ৯ সেঞ্চুরি সহ।
One thought on “মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় !”