Connect with us

বাংলাদেশ

অটুট থাকবে সম্প্রীতির সেতুবন্ধন—অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার

Published

on

অটুট থাকবে সম্প্রীতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সমাজের শৃঙ্খলা ও শান্তি কেউ যেন নষ্ট করতে না পারে।

শুক্রবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, ‘শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং মানবপ্রেম, ন্যায় ও শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন।
সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা আজও প্রেরণার উৎস।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।’

প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের আদর্শ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে। তিনি সবাইকে সম্মিলিতভাবে বৈষম্যহীন ও সম্প্রীতিমণ্ডিত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

 

আরও পড়ুন

 

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.