Bangladeshi Trending Topic
ইতালি না নিয়ে ২ বন্ধুকে নেয় লিবিয়ায়, টাকা নিয়ে গু লি করে হ ত্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই যুবককে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন হৃদয় হাওলাদার (২৬) ও আকাশ হাওলাদার ওরফে রাসেল (২৫)। তাদের পরিবারের কাছেও হোয়াটসঅ্যাপে লাশের ছবি পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, স্থানীয় দালালচক্র আনোয়ার মাতুব্বর, আবু তারা মাতুব্বর ও আলমাস মাতুব্বরের প্রলোভনে পড়ে ১৬ লাখ টাকা দিয়ে হৃদয় ও আকাশকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রথমে দুবাই, তারপর সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের গুলি করে হত্যা করা হয়।
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘১৬ লাখ টাকা দেওয়ার পরও পাচারকারীরা আরও টাকা চাইছিল। আমরা না দেওয়ায় আমার ভাইকে মেরে ফেলেছে।’
স্থানীয়রা জানান, এই দালালচক্র বহু মানুষকে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা না পেলে বন্দিদের নির্যাতন বা হত্যা করে তারা।
ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
NGN News
