আন্তর্জাতিক বাংলা
ঈদযাত্রার দিন থেকে অবরোধ ও কর্মবিরতির ঘোষণা গেটকিপারদের
Published
4 months agoon
By
Apu
ঈদযাত্রার দিন থেকে অবরোধ ও কর্মবিরতির ঘোষণা গেটকিপারদের
সংবাদ বিস্তারিত:
চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ২৪ মার্চ ঈদযাত্রার দিন থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের গেটকিপার-গেটম্যানরা।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রেলভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন রেলওয়ের গেটকিপার ও গেটম্যানরা। সেখান থেকেই নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়ে সরকারের প্রতি আল্টিমেটাম দেন তারা। পাশাপাশি, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
পূর্বের প্রতিশ্রুতি ও গেটকিপারদের দাবির নেপথ্য
বিক্ষুব্ধ গেটকিপাররা জানান, তাদের চাকরি স্থায়ীকরণের দাবি নতুন কিছু নয়। গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচির সময় উচ্চপর্যায়ের এক বৈঠকে তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল। ওই বৈঠকে রেলসচিব, রেলওয়ে মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি এবং পূর্ব ও পশ্চিম রেলওয়ে অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেই বৈঠকে রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট জানিয়ে দেন যে, ১,৫০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবি যৌক্তিক এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের স্থায়ী করা হবে। সে সময় জানানো হয়েছিল, পাবলিক সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ জারি করবে।
প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি, তাই কর্মসূচি- কর্মবিরতি
বিক্ষোভকারীরা বলেন, “আমাদের বলা হয়েছিল, ২০২৩ সালের ১ নভেম্বরের মধ্যে অফার লেটার দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেটি দেওয়া হয়নি। আমাদের দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনো আমরা অনিশ্চিত অবস্থায় আছি। আমরা কোনো নতুন দাবি তুলছি না, বরং পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, “রেলওয়ের প্রচলিত বিধি অনুযায়ী, যে কোনো কর্মচারী যদি তিন বছরের বেশি সময় চাকরি করেন, তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী করা যেতে পারে। তাই আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে কোনো আইনগত জটিলতা নেই।”
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্যর্থ হলে, গেটকিপার ও গেটম্যানরা ঈদযাত্রার দিন থেকেই সারা দেশে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এই কর্মসূচির ফলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে, যা ঈদযাত্রার সময় সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হতে পারে।
গেটকিপার ও গেটম্যানরা সরকারকে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা যদি আমাদের ন্যায্য অধিকার না পাই, তাহলে বাধ্য হয়ে রেল যোগাযোগ অচল করে দেওয়া হবে।”
উপসংহার
বাংলাদেশ রেলওয়ের গেটকিপার ও গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন দীর্ঘদিনের। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি, ফলে কর্মচারীরা কঠোর কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আসন্ন ঈদযাত্রায় রেলভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক বাংলা
নাইজেরিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত ২৬, সন্দেহের তালিকায় বোকো হারাম
Published
3 months agoon
April 29, 2025By
Apuনাইজেরিয়ায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৬, জড়িত থাকতে পারে বোকো হারাম
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (স্থানীয় সময়) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুটি যাত্রীবাহী বাস বোর্নো প্রদেশের রান শহর থেকে গামবোরু এনগালা শহরের দিকে যাচ্ছিল। পথে মাইদুগুরি শহরের কাছাকাছি পৌঁছালে বাস দুটিতে পরপর বিস্ফোরণ ঘটে।
নাইজেরিয়া পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানায়— বাস দুটিতে আগে থেকেই শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসানো ছিল। এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এই হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাত থাকতে পারে। কেননা, এই ধরনের বিস্ফোরক সাধারণত তারাই ব্যবহার করে থাকে।
বোকো হারাম দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
তাদের মূল ঘাঁটি হিসেবে পরিচিত বোর্নো প্রদেশ।
গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যভিত্তিক আল কায়েদা নেটওয়ার্কের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে।
ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, “মরদেহগুলোর প্রায় সবই ছিন্নভিন্ন হয়ে গেছে… শনাক্ত করা প্রায় অসম্ভব।” নিহতদের একজনের স্বজন, নাইজেরীয় নাগরিক আবা আমা মুহম্মদ রয়টার্সকে বলেন, “আমি আমার মা-কে খুঁজতে এসেছিলাম, কিন্তু মরদেহ শনাক্ত করতে পারিনি।”
এ ঘটনায় গোটা মাইদুগুরি শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে টহল বাড়িয়েছে এবং তদন্ত শুরু করেছে।
আন্তর্জাতিক বাংলা
সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
Published
3 months agoon
April 29, 2025By
Apu
সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিজি-৩৫০১ ফ্লাইটে ৪১৪ হজযাত্রী
৪১৪ হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট বিজি-৩৫০১ সৌদি আরবে পৌঁছেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদি সময় সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।
রাষ্ট্রদূতের উষ্ণ অভ্যর্থনা
ফ্লাইটটি পৌঁছানোর পর বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এছাড়া উপস্থিত ছিলেন—
জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির
বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম
সৌদি কর্মকর্তারাও ছিলেন পাশে
বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি কর্তৃপক্ষও ছিলেন:
সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী
অন্যান্য সৌদি কর্মকর্তা
রাষ্ট্রদূতের বার্তা ও যাত্রীদের কৃতজ্ঞতা
রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন হজযাত্রীদের শুভকামনা জানান এবং আশ্বাস দেন, বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশন যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।
বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তুষ্ট হয়ে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি ও বাংলাদেশের উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছর হজে যাচ্ছেন ৮৭,১০০ বাংলাদেশি
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এটাই ছিল এ বছরের প্রথম হজ ফ্লাইট।
আন্তর্জাতিক বাংলা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয়ে ঐকমত্য রয়েছে: আলী রীয়াজ
Published
3 months agoon
April 29, 2025By
Apuরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয়ে ঐকমত্য রয়েছে: আলী রীয়াজ
সংলাপের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চায় জাতীয় ঐকমত্য কমিশন
সংলাপের সময় ও স্থান
তারিখ: মঙ্গলবার, ২৯ এপ্রিল
স্থান: জাতীয় সংসদের এলডি হল
সংলাপ অংশগ্রহণকারী দল: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সংলাপের সূচনায় আলী রীয়াজের বক্তব্য
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন—
“রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্য সৃষ্টি হয়েছে। যেসব বিষয়ে মতভেদ রয়েছে, তা আলোচনার মাধ্যমেই অগ্রসর হবে।”
গণতন্ত্রে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক
গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকা স্বাভাবিক
সবার লক্ষ্য এক: একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র
ঐক্যবদ্ধ থাকলে সফলতা আসবেই বলে আশাবাদ
শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে অঙ্গীকার
আলী রীয়াজ বলেন—
“যারা প্রাণ দিয়েছেন, তাদের কাছে আমাদের অঙ্গীকার—এই সুযোগ যেন হাতছাড়া না হয়। সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে চাই।”
জাতীয় সনদ তৈরির পরিকল্পনা
দেশের রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ প্রণয়নের পরিকল্পনা রয়েছে
এটি কেবল কমিশনের নয়, গোটা জাতির আকাঙ্ক্ষা
স্বাধীনতার পর প্রথমবার রাষ্ট্র গঠনের জন্য সকলে একত্রে বসেছে
১৪শ শহিদের আত্মত্যাগের মাধ্যমে তৈরি হয়েছে সংলাপের পথ
আলী রীয়াজ বলেন—
“আজ আমরা কথা বলার সুযোগ পাচ্ছি—এটা সম্ভব হয়েছে কমপক্ষে ১৪০০ মানুষের রক্তপাত ও প্রাণনাশের মধ্য দিয়ে।”
সংলাপে আরও যারা উপস্থিত ছিলেন
মনির হায়দার – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সঞ্চালক)
সফর রাজ হোসেন – কমিশনের সদস্য
ড. বদিউল আলম মজুমদার
ড. ইফতেখারুজ্জামান


নওগাঁয় বর্ষা উৎসব ১৪৩২ উদযাপিত

নওগাঁ বাসীদের ঈদ শুভেছা : মাসুদ হাসান তুহিন

নওগাঁয় জনগণের প্রশংসায় জেলা প্রশাসক, এসপি, ইউএনও, ওসি ও ডিবি কর্মকর্তা
Trending
- Fashion8 years ago
These ’90s fashion trends are making a comeback in 2017
- Naogaon4 months ago
সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- Sports4 months ago
Piastri Triumphs in the 2025 Chinese Grand Prix, Secures McLaren 1-2 Finish
- Health4 months ago
Minnesota Reports First Bird Flu Case in Dairy Herd This Year
- Entertainment8 years ago
The final 6 ‘Game of Thrones’ episodes might feel like a full season
- International4 months ago
Google Assistant Is Being Replaced by Gemini: What Does This Mean for You?
- Fashion8 years ago
According to Dior Couture, this taboo fashion accessory is back
- অন্যান্য4 months ago
বিজ্ঞপ্তি : বদলগাছী মানবকল্যাণ সংস্থা (বিএমএস)
Pingback: অনিয়মের অভিযোগ: নওগাঁয় জেলা ও দায়রা জজের অফিস সহায়কের বিরুদ্ধে 2025 - NGN News