ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি
শুক্রবার, ২৫ এপ্রিল
আজ সকাল থেকেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছে ব্যস্ততা। একের পর এক ক্রিকেটারদের আগমন লক্ষ্য করা গেছে। সকাল ১১টার দিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রবেশের পর থেকে ক্রিকেটারদের আনাগোনা আরও বাড়তে থাকে।
তামিমের পর মাঠে প্রবেশ করেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেসার মুস্তাফিজুর রহমান, ওপেনার নাঈম শেখ এবং পেসার শরিফুল ইসলাম। শুধু বর্তমান খেলোয়াড়রাই নয়, একাডেমি ভবনে দেখা গেছে আরও কয়েকজন তরুণ ক্রিকেটারকেও।
সকাল থেকেই একাডেমি ভবনে ক্রিকেটারদের মধ্যে একটি দীর্ঘ আলোচনার সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষ হওয়ার পর জুমার নামাজের বিরতিতে কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ রাখা হয়। তবে নামাজের পর আবারও শুরু হতে যাচ্ছে অপেক্ষাকৃত বড় ও গুরুত্বপূর্ণ একটি বৈঠক।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে
উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তার সঙ্গে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বোর্ড সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকে সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত, খেলোয়াড়দের দাবি এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। মিটিং শেষে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে সাংবাদিকদের।
বিসিবি সভাপতি ও ক্রিকেটারদের মধ্যে এই সরাসরি বৈঠককে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, জাতীয় দলে আসন্ন সিরিজ, খেলোয়াড়দের ফিটনেস, পারফরম্যান্স ও অন্যান্য ইস্যু নিয়ে এই বৈঠকটি হতে পারে এক বড় মাইলফলক।