Naogaon
গাঁজা উদ্ধার ও ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার | নওগাঁয় র্যাবের অভিযান

নওগাঁর পত্নীতলা এবং নজিপুর এলাকা থেকে র্যাব-৫ এক বড় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁ জা এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২১ মার্চ) এই অভিযান পরিচালিত হয়, যেখানে ৬৯ কেজি গাঁ জা পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার থেকে এবং ৫০ কেজি গাঁ জা নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন, শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, গুমুটিয়ার অপুদেব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল।
তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চলে গাঁজার চালান সংগ্রহ করে এবং অভিনব কৌশলে প্রাইভেট কারের ব্যাক ডালায় ও কার্টুনে গাঁ জা বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল।
র্যাব জানায়:
মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁর পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
