ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ—ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান শিক্ষার্থীদের
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
🎯 প্রতিবাদের মূল বার্তা ছিল পরিষ্কার:
-
“ফ্রি ফ্রি প্যালেস্টাইন”
-
“স্টপ জেনোসাইড ইন গাজা”
-
“উই আর প্যালেস্টাইন্স”
শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সোচ্চার হন ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিবাদ শেষে তারা ডোনাল্ড ট্রাম্প ও বেনজামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন, যা গণহত্যায় তাদের নীরব ভূমিকার প্রতীক বলে দাবি করেন।
🎙️ এক শিক্ষার্থী বলেন—
“ইসরায়েল যা করছে, তা মানবতাবিরোধী অপরাধ। যারা চোখ বন্ধ করে রয়েছে, তারাও এই অপরাধের শরিক।”
📢 তারা দাবি করেন:
-
অবিলম্বে হামলা বন্ধ করতে হবে
-
ইসরায়েলি সব পণ্য বর্জন করতে হবে
-
আমেরিকার মতো রাষ্ট্রের নীরবতারও জবাবদিহি চাই
-
মুসলিম দেশগুলোকে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে
-
বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে
🎓 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই প্রতিবাদ জানান দিচ্ছে—নতুন প্রজন্ম অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে আর চুপ করে নেই।
One thought on “ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ—ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান শিক্ষার্থীদের”