চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে ঘরে ঢুকে গুলি করে হত্যা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ |
NGN News |
চট্টগ্রামের রাউজানে ঘরের ভেতরে ঢুকে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
কে ছিলেন মানিক?
নিহত মানিক স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। তিনি কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান শেষে গত বছর দেশে ফেরেন। বর্তমানে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণ:
রাতের বেলা ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী মানিককে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে তারা অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে যায়।
পুলিশ কী বলছে?
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান—
“নিহতের মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
NGN News বিশ্লেষণ:
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না—তা তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনার আপডেট পেতে চোখ রাখুন NGN News-এ।