নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১তম বর্ষপূর্তি উদযাপিত |

নওগাঁয় দৈনিক প্রথম

দৈনিক প্রথম কথা

নওগাঁ সদর প্রতিনিধি

নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব অনাড়ম্বর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টা হইতে শেষ বেলা ৬ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী নওগাঁ শহরের ব্রিজের মোড় বিসমিল্লাহ টাওয়ারের চতুর্থ তলায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।

শুরু থেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এম আর রকি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন, ডিবিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি ‌সাংবাদিক এ কে সাজু, যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন, সাংবাদিক বেলাল হোসেন, মোঃ সবুজ হোসাইন, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার নওগাঁ সদর প্রতিনিধি সাংবাদিক মোঃ কামরুল হাসান (জীবন), সাংবাদিক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, ছাত্র সমন্বয় আরমান হোসেন , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলার সদস্য সচিব, মোকসেদুল ইসলাম, সহ নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ।

দৈনিক প্রথম কথা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক পত্রিকাটির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বলেন, “উপস্থিত সকলের সহযোগিতার কারণে আজকের এই অনুষ্ঠানটি সার্থক ও সাফল্যমন্ডিত হয়েছে।” তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক প্রথম কথা

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদিন বলেন, সংবাদপত্র হলো সবচেয়ে বড় ও শক্তিশালী যোগাযোগ মাধ্যম। একসময় আমরা সকলেই সকালে এক কাপ চায়ের সাথে একটি পত্রিকার প্রয়োজনীয়তা উপলব্ধি করতাম। অনেক সময় সাধারণ জনগণ কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ করতে পারেনা! কিন্তু একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদপত্র সমস্যা সমাধানের সহায়ক ভূমিকা পালণ করতে সক্ষম। "সত্য ঘটনা তুলে ধরতে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও নওগাঁ সদর উপজেলার সকল সমস্যা সমাধানে ক্রাইটেরিয়ার ভিত্তিতে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন"।

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সময় টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজ এর সাংবাদিক একে সাজু, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক আরমান হোসেন , ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

See More>>>

Watch On X>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *