Connect with us

Naogaon

নওগাঁয় অনুষ্ঠিত হলো ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন’ শীর্ষক মতবিনিময় সভা

Published

on

নওগাঁয় অনুষ্ঠিত হলো

নওগাঁয় অনুষ্ঠিত হলো ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন’ শীর্ষক মতবিনিময় সভা

নওগাঁয় অনুষ্ঠিত হলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের ঘোষপাড়া মোড়ে নওগাঁ দক্ষিণ অঞ্চলের এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।


 সভার প্রধান আলোচক ও অতিথিরা

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—

  • নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

সভায় সভাপতিত্ব করেন—

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন:

  • জেলা বিএনপির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু

  • জেলা জাসসের সাধারণ সম্পাদক এসকেএম ইকবাল

  • বিএনপি নেতা মতিয়ার রহমান

  • দপ্তরীপাড়া মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লা সরদার

  • হাট নওগাঁ পূজা মণ্ডপের সভাপতি অনিল কুমার দাস

  • ফাইভ স্টার ক্লাবের সভাপতি সম্ভু চক্রবর্তী

  • এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 বক্তব্যে উঠে আসে মানবিক রাজনীতির বার্তা

সভায় মাসুদ হাসান তুহিন বলেন—

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন—

“আমরা রাজনীতি করি তারেক রহমানের আদর্শ অনুসরণ করে। সেই আদর্শের মূল কথা—
‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’
এ নীতিকে হৃদয়ে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”


 সমাপ্তিতে প্রতিজ্ঞা

সভা শেষে নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানান—
জাতীয় ঐক্যের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

See More>>

Advertisement
Continue Reading
Advertisement
2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.