নওগাঁয় উদ্দীপনায় পালিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫

নওগাঁয়

নওগাঁয়

নওগাঁয় বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেলা বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকসহ আরও অনেকে।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে নির্মিত সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর স্টলগুলো পরিদর্শন করেন।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলবে এবং প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

 

See More>>>

Check Out Facebook>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *