Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে বরযাত্রীর বাস উল্টে খাদে, নিহত ১, আহত ৩৭

Published

on

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মুক্তি দাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৭ জন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মুক্তি রানী রাজবাড়ী সদর উপজেলার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বরিশাল থেকে ফরিদপুর ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বরযাত্রীদের বহনকারী তিনটি বাস ও একটি মাইক্রোবাসে মোট ২২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যার বেশিরভাগই আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শবে বরাতের নামাজ শেষে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেছে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এই দুর্ঘটনা ঘটে।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

Continue Reading
Advertisement
2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.