Connect with us

বাংলাদেশ

রাষ্ট্রীয় বিমানের কোটি টাকার চাকা নিখোঁজ—এটা কি অবহেলা, নাকি সিন্ডিকেট ?

Published

on

বিমানের চাকা নিখোঁজ

বিমানের চাকা নিখোঁজ? বাংলাদেশ বিমানের বহরে ব্যবহৃত ১০টি চাকা হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের দুই কর্মী এগুলো চুরি করে একটি বেসরকারি বিমান সংস্থার কাছে সরবরাহ করেছেন।

ঘটনার পর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে সেখানে সরাসরি ‘চুরি’ শব্দটি ব্যবহার করা হয়নি। জিডিতে বলা হয়, গত ১৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে রাখা ১০টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার ডলার। সে হিসাবে কোটি টাকার মতো সম্পদ বেহাত হয়েছে। তাঁর দাবি, ব্যবহৃত হলেও চাকা গুলো অকশন শেডে রাখা ছিল।

জিডিতে উল্লেখ রয়েছে—ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদে জানা যায়, চাকা গুলো একটি বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে, যা কোনোভাবেই কর্তৃপক্ষকে জানানো হয়নি।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “চাকা হারানোর বিষয়ে বিমানের পক্ষ থেকে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি বিমানের বেশ কয়েকটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি ধরা পড়ে, যা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। তারই মধ্যে নতুন করে সামনে এলো এই চাকা হারানোর ঘটনা।

ইউনূস না অন্যকেউ ? কে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি ?

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.