মাইক্রোসফটের কর্মীদের প্রতিবাদ: “আমাদের সবার হাতে রক্ত লেগে আছে” — গাজা ইস্যুতে AI সিইওর বক্তব্যে বাধা

মাইক্রোসফটের

মাইক্রোসফটের কর্মীদের প্রতিবাদ: “আমাদের সবার হাতে রক্ত লেগে আছে” — গাজা ইস্যুতে AI সিইওর বক্তব্যে বাধা

৮ এপ্রিল ২০২৫ | NGN নিউজ ডেস্ক

মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে চাঞ্চল্যকর মুহূর্ত—AI সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্যে হঠাৎ প্রতিবাদ জানালেন প্রতিষ্ঠানটিরই দুই কর্মী। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তুলে তারা বলেন, আমাদের সকলের হাতে রক্ত লেগে আছে।”

মাইক্রোসফটের

সবার সামনে উঠে চিৎকার করে এক কর্মী বলেন, “আপনি যুদ্ধের মুনাফাখোর। গণহত্যার জন্য AI ব্যবহার বন্ধ করুন।” এরপর তিনি ফিলিস্তিনি প্রতীক কেফিয়া স্কার্ফ মঞ্চে ছুঁড়ে মারেন।

প্রতিবাদের মুখে সুলেমান বলেন,

“আমি শুনছি, ধন্যবাদ।” কিন্তু কর্মী ইবতিহাল আবুসাদ থামেননি। তিনি দাবি করেন, “মাইক্রোসফট ইসরায়েলি বাহিনীর কাছে AI অস্ত্র বিক্রি করছে। ৫০ হাজার মানুষ মারা গেছে।”

একই অনুষ্ঠানে বিল গেটস, স্টিভ বলমার ও সত্য নাদেলাও উপস্থিত ছিলেন। আরেক কর্মী ভানিয়া আগরওয়াল অনুষ্ঠানটির অন্য অংশে প্রতিবাদ করেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক তদন্তে জানা গেছে—মাইক্রোসফট ও ওপেনএআইয়ের AI প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল গাজা ও লেবাননে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে, যার ফলে বেসামরিক প্রাণহানি ঘটেছে।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়,

মাইক্রোসফটের

“আমরা ব্যবসায়িক ব্যাঘাত ছাড়াই কর্মীদের অভিযোগ শোনার ব্যবস্থা রেখেছি।” তবে প্রতিবাদীদের কর্মস্থল অ্যাক্সেস ইতোমধ্যে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে এপি।

ঘটনা নিয়ে এখনো বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠেছে—কীভাবে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আর এর নৈতিক দায় কে নেবে?

SEE MORE>>

SEE MORE>.

One thought on “মাইক্রোসফটের কর্মীদের প্রতিবাদ: “আমাদের সবার হাতে রক্ত লেগে আছে” — গাজা ইস্যুতে AI সিইওর বক্তব্যে বাধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *