Connect with us

Naogaon

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি : ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

Published

on

ম্যাজিস্ট্রেট

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি : ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

 

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি

নওগাঁর পত্নীতলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ী ও স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার বিবরণ

রোববার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—সাপাহার উপজেলার মির্জাপুর গ্রামের সাদেক উদ্দিন, গাঞ্জাকুড়ি গ্রামের রায়হান ও মুক্তার এবং পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের আকাশ। তাদের কাছ থেকে মানবাধিকার প্রতিদিনসি টিজি টিভি নামে দুটি সংবাদমাধ্যমের আইডি কার্ড পাওয়া গেছে।

চাঁদাবাজির কৌশল

পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে সাদেক উদ্দিন, রায়হান, আকাশ ও মুক্তার ম্যাজিস্ট্রেট পরিচয়ে এলাকায় দোকানে দোকানে অভিযান চালায়। তারা ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ট্রেড লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র চায়। কেউ কাগজ দেখাতে ব্যর্থ হলে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের পরিচয় জানতে চান। পরিচয় দিতে না পারায় ব্যবসায়ী ও স্থানীয় জনতা তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

দেলোয়ার হোসেন নামে এক মুদি ব্যবসায়ী বলেন,
“তারা আমার দোকানে এসে ট্রেড লাইসেন্স দেখতে চায়। আমি বলি, লাইসেন্স আমার ভাইয়ের কাছে আছে। তখন তারা বলে, ‘আমরা ইউএনও স্যারের লোক, তোমাকে জেলে দেব।’ পরে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের সঙ্গে আনসার বা পুলিশ না থাকায় সন্দেহ হয়। পরে সবাই মিলে তাদের আটক করি।”

পুলিশের বক্তব্য

পত্নীতলা থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন,
“চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করে রেখেছিল ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। ব্যবসায়ীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

SEee More>

Continue Reading
Advertisement
1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.