Connect with us

আন্তর্জাতিক বাংলা

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আরও ১১২ ভারতীয়, হাতকড়া ও শিকলে বেঁধে পাঠানো নিয়ে বিতর্ক

Published

on

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে তৃতীয় দফায় আরও ১১২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান।

ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ জন হরিয়ানার বাসিন্দা। এছাড়া ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের, ২ জন উত্তর প্রদেশের এবং ১ জন করে হিমাচল ও উত্তরাখন্ডের নাগরিক রয়েছেন।

হাতকড়া ও শিকল পরানোর অভিযোগ

এর আগে, গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) একইভাবে ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তবে ফেরত আসা অভিবাসীদের কয়েকজন অভিযোগ করেছেন, ভ্রমণকালে তাঁদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল, যা অমৃতসরে পৌঁছানোর পর খোলা হয়।

এ ঘটনায় ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রল কর্মকর্তারা ভারতীয়দের হাতকড়া পরিয়ে ও পায়ে শিকল বেঁধে রেখেছেন। বিমান থেকে নামানোর সময় তাদের কুখ্যাত অপরাধীর মতো আচরণ করা হয়েছে

ভারতে সমালোচনার ঝড়

ভারতের বিরোধী দলগুলো এ ঘটনার পর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। তাদের প্রশ্ন— কেন ভারত সরকার নিজস্ব উদ্যোগে একটি ফ্লাইট পাঠিয়ে নাগরিকদের সম্মানের সঙ্গে দেশে ফেরত আনেনি?

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধীদের এই সমালোচনার জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এই প্রক্রিয়া পরিচালনা করে এবং তাদের নিয়ম অনুযায়ী নিরাপত্তার জন্য অভিবাসীদের হাতকড়া পরানো হয়। তবে তিনি উল্লেখ করেন, নারী ও শিশুদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয় না এবং প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও টয়লেট ব্যবহারের সুবিধা দেওয়া হয়।

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে

জয়শঙ্কর আরও জানান, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৫৬ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন এবং ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন ফেরত আসেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতেও এই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে। প্রতি ১৫ দিন পর সামরিক বিমানের ফ্লাইটে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে, যত দিন পর্যন্ত না সবাই দেশে ফিরে আসে।

ভারতীয়দের অবৈধ বসবাসের সংখ্যা ক্রমশ বাড়ছে

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ফলে ধারণা করা হচ্ছে, আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।

ফেরত আসার পর গ্রেপ্তার

আজ ফেরত আসাদের মধ্যে পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার দুই যুবক সন্দীপ সিং ও প্রদীপ সিংকে বিমানবন্দরে নামার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ২০২৩ সালে রাজপুরায় দায়ের করা একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে

Advertisement

যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতি ও ভারতীয় নাগরিকদের অবৈধভাবে প্রবেশের ঝুঁকি—এই বিতর্ক আরও দীর্ঘায়িত হতে পারে।

SEE MORE

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.