নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (NCP)’ আত্মপ্রকাশ করছে
নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (NCP)’ আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে এক বিশাল জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এ উপলক্ষে মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে।
দলটির নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারী। দলটির আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে থাকবেন আখতার হোসেন। এছাড়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হতে পারেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ। নতুন দলের দফতর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম ঘোষণা করা হয়েছে।
এই দল গঠন করা হচ্ছে মূলত জুলাই-
আগস্টের গণ-অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, এই দলটি ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করবে। ইতোমধ্যে দলের নেতৃত্ব ও কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
দলের মুখ্য সংগঠক সারজিস আলম ইতোমধ্যে ফেসবুকে ‘জাতীয় নাগরিক পার্টি (NCP)’ নামে পোস্ট দিয়েছেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে, যেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান।