Connect with us

খেলাধুলা

বাংলাদেশের ফুটবলে আরেক ‘বিদেশি’ মুখ: পাসপোর্ট করছেন সামিত শোম

Published

on

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবলে আরেক ‘বিদেশি’ মুখ: পাসপোর্ট করছেন সামিত শোম

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কানাডা-প্রবাসী মিডফিল্ডার সামিত শোম
হামজা চৌধুরীর ‘ঘরে ফেরা’র গল্প তাকে অনুপ্রাণিত করেছে বলেই জানিয়েছেন তিনি।

“আমি আগ্রহী, পাসপোর্ট করছি” — সামিত শোম

২৭ বছর বয়সী সামিত শোম কানাডার শীর্ষ লিগে খেলা ক্যাভালরি ফুটবল ক্লাবের নিয়মিত খেলোয়াড়।
তাঁর মূল বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যদিও বাবা মানস সোম ও মা নন্দিতা সোম ৯০-এর দশকে কানাডায় পাড়ি জমিয়েছেন।
সামিত ২০২০ সালেও বাংলাদেশ ভ্রমণ করেছেন।

বাংলাদেশ ফুটবলে আসার পেছনের গল্প

বিবিসি বাংলাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া কমিটির সদস্য অমিত হাসান জানান,
২০২৪ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সামিতের সঙ্গে বাফুফের যোগাযোগ শুরু হয়।
কানাডার বাংলাদেশি কমিউনিটির মাধ্যমেই পরিচয় হয় অমিত ও সামিতের।

সামিত বাংলায় কথা বলতে পারেন, তবে আগে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি ও তাঁর পরিবার।
বাংলাদেশের পরিবেশ, দলীয় ব্যবস্থাপনা, মাঠ ইত্যাদি নিয়ে তাঁদের প্রশ্ন ছিল।
তবে হামজা চৌধুরীর বাংলাদেশে খেলা শুরু করাই সবকিছু বদলে দেয়।

বাংলাদেশের ফুটবল

চলমান প্রক্রিয়া ও সম্ভাবনা

সামিত ইতোমধ্যে জন্মনিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বিষয়ে কথাবার্তা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই পাসপোর্টের কাজ শুরু হবে

এরপর কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং ফিফার অনুমোদন নিয়ে বাংলাদেশ দলের জার্সিতে মাঠে নামার পথ খুলবে।

এশিয়ান কাপের আগেই মাঠে নামার লক্ষ্য

আগামী ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সামিতকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ম্যাচের আগেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায়।

বিদেশি পেশাদারদের আগমন: ইতিবাচক ধারাবাহিকতা
  • ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া

  • ফিনল্যান্ড থেকে তারিক কাজী

  • ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী
    এবার কানাডা থেকে সামিত শোম যুক্ত হচ্ছেন নতুন অধ্যায়ে।

বাংলাদেশের ফুটবল

সাবেক ফুটবলার রাশেদুল ইসলাম বলেন, হামজার আগমনে যে ‘জনস্রোত’ তৈরি হয়েছে, সামিত তারই প্রতিফলন।
তাঁর মতে, “হামজা মাঠে যেমন সম্ভাবনা নিয়ে এসেছেন, তেমনি মাঠের বাইরেও বাংলাদেশ ফুটবলে নতুন মাত্রা যোগ করছেন।”

See More >.

Please follow and like us:
Continue Reading
1 Comment

1 Comment

  1. Pingback: প্রশাসন কার পক্ষে? পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি ও বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

৪ বলে নাঈমের ২ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

Published

on

By

লড়াইয়ে ফিরল বাংলাদেশ

৪ বলে নাঈমের ২ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

লড়াইয়ে ফিরল বাংলাদেশ

২৮ এপ্রিল:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন সকালে কিছুটা চাপে থাকলেও নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। লাঞ্চের পর চার বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অফ স্পিনার।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনার বেনেট ও বেন কারেন দৃঢ় সূচনা এনে দেন। প্রথম উইকেটে দুজনে মিলে ৪১ রান যোগ করেন। তবে তানজিম হাসান সাকিবের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেনেট। ৪১ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।

এরপর দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বল বোল্ড হয়ে ফেরেন ওপেনার বেন কারেন, ৫০ বলে ২১ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে পরিস্থিতি সামাল দেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দুজনে মিলে ৯০ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন। এ সময় নিজের ফিফটি তুলে নেন ওয়েলচ। ১৩১ বল খেলে ৫৪ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

ওয়েলচের বিদায়ের পর উইলিয়ামসের সঙ্গে জুটি গড়েন ক্রেইগ আরভিন। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ বল খেলে মাত্র ৫ রান করে জাকের আলির ক্যাচে পরিণত হন আরভিন। লাঞ্চের পর এই প্রথম ব্রেকথ্রু এনে দেন নাঈম হাসান।

নিজের পরের ওভারে আবার আঘাত হানেন নাঈম। অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ধরা পড়েন সেট ব্যাটার শন উইলিয়ামস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৬৬ বলে ৬৭ রান।

৭২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৭৯ রান। প্রথম সেশন শেষেও যেখানে এগিয়ে ছিল জিম্বাবুয়ে, নাঈমের জোড়া আঘাতে শেষ বিকেলে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ।

See More>.>

Please follow and like us:
Continue Reading

খেলাধুলা

মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় !

Published

on

মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়

বিদায় বললেন ফেসবুকে, মুশফিক গার্ড অব অনার পেলেন মিরপুরে, মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচে। প্রায় দুই দশকের ক্যারিয়ার, অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকবে। কাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এর আগে, টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন।

বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নয়। রঙিন পোশাকের ক্রিকেট থেকে মুশফিকও অবসর নিয়েছেন। তবে, মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে তার বিদায়ের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে।

ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নামেন। টস জিতে মোহামেডান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান মুশফিক।

ম্যাচ শুরুর আগে মোহামেডানের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে, মাঝখান দিয়ে মুশফিক মাঠে নামেন। জাতীয় দলের কয়েকজন সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও ছিলেন। ওয়ানডেতে বর্ণিল ক্যারিয়ার শেষ করেছেন মুশফিক। ২৭৪টি ম্যাচ খেলে ৭,৭৯৫ রান করেছেন, ৯ সেঞ্চুরি সহ।

এন জি এন নিউজ এর খবর পেতে আমাদের গুগল নিউজটি ফলো করুন ।..

Please follow and like us:
Continue Reading

খেলাধুলা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা!

Published

on

ngn news

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, বাংলাদেশ নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে উঠেছে। এখন তারা ভারত এবং ওয়েস্টইন্ডিজের বিপক্ষে খেলবে।

 

Ngn News

 

গ্রুপপর্বে ‘ডি’ গ্রুপে ছিল বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্সআপ হয়েছে। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে, যেখানে তারা ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, একই গ্রুপের দলগুলো সুপার সিক্সে একে অপরের মুখোমুখি হবে না। অতএব, বাংলাদেশ ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে, ভারতের এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত, রানার্সআপ শ্রীলঙ্কা। তাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে না। তারা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে।

সেমিফাইনালে যাওয়ার জন্য পয়েন্টের হিসাব হবে। গ্রুপ পর্বের পয়েন্টও যোগ করা হবে, তবে শুধুমাত্র সুপার সিক্সে থাকা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টই বিবেচনায় আসবে। বর্তমানে সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে, রান রেটের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা তিনে রয়েছে।

আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্সের লড়াই। ২৬ জানুয়ারি বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে এবং ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

See Related Video>>>>

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা!   

Read More>>>>

Please follow and like us:
Continue Reading

Trending

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial